ডায়াবেটিস কেন নিয়ন্ত্রণ করা জরুরী
ডায়াবেটিস একটি মারাত্মক রোগ। কেউ কেউ একে সকল রোগীর জননী বলে।
একজন সাধারণ মানুষের সাথে ডায়াবেটিস রোগীর বিপদ তুলনা করলে দেখা যায়-
• স্টোক এর ঝুঁকি ডায়াবেটিস রোগীর ৬ গুণ বেশি।
• অন্ধত্বের ঝুঁকি ডায়াবেটিস রোগীর ২৫ গুণ বেশি।
• হার্ট এটার্ক এর ঝুঁকি ডায়াবেটিস রোগীর ২-৩ গুণ বেশি।
• কিডনি বিনষ্টের ঝুঁকি ডায়াবেটিস রোগীর ৫ গুণ বেশি।
• পা কেটে ফেলার ঝুঁকি ডায়াবেটিস রোগীর ২০ গুণ বেশি।
ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে এই ঝুঁকি আরও বহুগুণ বেড়ে যায়।
খুব কঠোর ভাবে সুগার নিয়ন্ত্রণ করলে-
• হার্ট এটার্ক এবং স্টোক এর ঝুঁকি শতকরা ৫০ এর অধিক কমে যায়।
• অন্ধত্বের ঝুঁকি শতকরা ৭৫ এর অধিক কমে যায়।
• স্নায়ু ক্ষয়ের ঝুঁকি শতকরা ৫০ ভাগ কমে যায়।
• কিডনি বিনষ্টের ঝুঁকি শতকরা ৫০ ভাগ কমে যায়।
ডাঃ এম এম রহমান রাজীব