একটি পরীক্ষা করে জেনে নিন আপনি ডায়াবেটিসে আক্রান্ত কিনা
আপনি যদি আপনার ডায়াবেটিস আছে কিনা জানতে চান তাহলে একটি মাত্র পরীক্ষা করেই তা জানা সম্ভব। অনেকেই র্যান্ডম ব্লাড স্যাম্পল বা আর. বি. এস(RBS) পরীক্ষা করে থাকেন। কিন্তু ডায়াবেটিস সনাক্তের জন্য সবচেয়ে সঠিক পরীক্ষার নাম
ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট বা ওজিটিটি (OGTT)
পরীক্ষা পদ্ধতি-
সকালে খালি পেটে একবার রক্ত পরীক্ষা করতে হবে এবং
৭৫ গ্রাম গ্লুকোজ ২৫০ -৩০০ মিলিলিটার পানিতে মিশিয়ে খেয়ে তার ২ ঘণ্টা পর আরও একবার রক্ত পরীক্ষা করতে হবে
রিপোর্ট কত হলে বুঝবেন যে আপনার ডায়াবেটিস আছে অথবা নাই।
ডায়াবেটিস আছে তাদের –
যাদের খালি পেটে রক্তের শর্করা ৭ অথবা ৭ এর বেশি এবং অথবা
৭৫ গ্রাম গ্লুকোজ খাবার ২ ঘণ্টা পর রক্তের শর্করা ১১.১ বা তার বেশি
ডায়াবেটিস নাই অথবা নরমাল-
যাদের খালি পেটে রক্তের শর্করা ৫.৬ এর কম এবং অথবা
৭৫ গ্রাম গ্লুকোজ খাবার ২ ঘণ্টা পর রক্তের শর্করা ৭.৮ এর কম।
ডায়াবেটিসের পূর্বা অবস্থা অথবা প্রিডায়াবেটিস-
যাদের খালি পেটে রক্তের শর্করা ৫.৬ থেকে ৭ এর মধ্যে এবং অথবা
৭৫ গ্রাম গ্লুকোজ খাবার ২ ঘণ্টা পর রক্তের শর্করা ৭.৮ থেকে ১১.১ এর মধ্যে
নিয়মিত ডায়াবেটিস সনাক্তকরণ পরীক্ষা করুন
ডায়াবেটিসের ছোবল থেকে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করুন
সুত্র- আমেরিকান ডায়াবেটিক এসোসিয়েসান (ADA)
ডাঃ এম এম রহমান রাজীব
good