Save sheuly save a dream
অনেক কষ্ট নিয়ে পোস্টটা লেখা। পোস্টটি শেয়ার করার অনুরোধ থাকলো।
বসুন্ধরা সিটি শপিং মলের সামনে এপ্রন পড়া মেডিকেলের ছাত্র ছাত্রীরা কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে।
কাগজে লেখা,” Save sheeuly, Save a dream ”
আমার নিজের দেখা চিত্র।
রংপুর মেডিকেলের বিডিএস শেষ বর্ষের
ছাত্রী ( শিউলীর) চিকিৎসার জন্য সাহায্য চাইছে এই ছেলে মেয়েগুলা। দুঃখজনক হলেও সত্যি, যারা মার্কেটে যান তারা হাজার হাজার টাকার শপিং আর খাওয়া, দাওয়া করলেও এই মেয়েটার চিকিৎসার জন্য কেউ টাকা বের করতে নারাজ!!
নানা ভাবে প্রশ্ন করছে মানুষ, নানা কটু কথাও বলছে অনেকে। আমার কথা হলো, আপনারা কি বুঝেন যে কতটুকু অসহায় হলে এরকম এপ্রন পড়া ছেলে মেয়েগুলা মার্কেটের সামনে দাঁড়িয়ে
আপনাদের সাহায্য চাইছে?? নিজেদের বান্ধবীর চিকিৎসা তাদের কাছে এখন সবচেয়ে বড়। রোদে পুড়ে ঘন্টার পর ঘন্টা তারা দাঁড়িয়ে আছে। খুব কি কষ্ট হয় ব্যাগ / পকেট থেকে কিছু টাকা বের করে একটু সাহায্য করতে??!!
না হলে একবেলা কম ডেটিং এ গেলেন? না হয় একটা জামা কম কিনলেন!?? আপনার সামান্য টাকায় একজন হবু ডাক্তার আবার স্বাভাবিক জীবন ফিরে পাবে, চিকিৎসা দিবে আরও হাজারও মানুষকে। একবার ভাবুন প্লিজ।
রংপুর মেডিকেল কলেজ, ডেন্টাল ইউনিট 3rd batch এর ফাইনাল প্রফ পরীক্ষার্থী “খাদিজা আক্তার শিউলী” ( Nyctanthes Sheuly )আপু কিছুদিন আগে
অটোরিক্সার সাথে ওড়না পেঁচিয়ে আকস্মিক দুর্ঘটনার শিকার হয়।এতে তার Spinal cord compression with disc prolapse হয়।.
এরপর তাকে ঢাকার “ন্যাশনাল ইন্সটিউট অফ নিউরোসায়েন্স এন্ড হসপিটালে” নেয়া হয়েছে অপারেশন এর জন্য।
চিকিৎসার জন্য বিশাল অংকের টাকা লাগছে। তাই রংপুর মেডিকেলের শিউলির সহপাঠীরা ও মেডিকেল ছাত্র ছাত্রীরা দাঁড়িয়েছে শিউলীর পাশে। প্লিজ পারলে একটু সাহায্য করুন, এগিয়ে আসুন সহযোগিতার হাত বাড়িয়ে।
শিউলীর জন্য চিকিৎসার আর্থিক সহযোগিতার জন্য ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং নাম্বার:
০১৬৮৬৮৮৫২৪৯৩
বিকাশ নাম্বার :01919111663
আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি।আল্লাহ তার সহায় হোন।
লিখেছেনঃ আয়শা আলম প্রান্তি