রমজানে ডায়াবেটিস রোগীদের খাবার

রমজানে ডায়াবেটিস রোগীদের খাবার

রমজানে ডায়াবেটিস রোগীদের খাবার।

 

ডায়াবেটিস রোগীদের জন্য প্রচণ্ড গরম ও দিন বড় হওয়াতে এবারের রোজা রাখা বেশ কষ্টসাধ্য হবে। বিশেষ করে শরীরকে হাইড্রেড রাখা বেশ কঠিন হবে। পানি স্বল্পতা যাতে তৈরি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। প্রচুর পরিমাণে পানি ও পানি জাতীয় খাবার, ফলমূল খেতে হবে। পানিশূন্যতা রোধ এবং শরীরের বিপাক ক্রিয়ার জন্য পানি বা শরবত অপরিহার্য।

ডায়াবেটিস রোগীর ইফতার-

  • পানিশূন্যতা এবং শারীরিক বিপাক ক্রিয়ার জন্য বিকল্প চিনি দিয়ে অথবা বিকল্প চিনি ছাড়া ইসবগুল, লেবু, তেঁতুল বা কাঁচা আমের সরবত খাওয়া যেতে পারে।
  • কচি ডাবের পানি, টক ফলের জুস, টক দই দিয়ে তৈরি লাচ্ছি খাওয়া যাবে।
  • খনিজ লবণ ও ভিটামিনের জন্য টক ও মিষ্টি ফলের সালাদের সংমিশ্রণ উপকারী ও উপাদেয়।
  • রক্তের কোলেস্টেরল ও কোষ্ঠকাঠিন্য দূর করতে কাঁচা ছোলার সাথে আদাকুচি, টমেটো, পুদিনা পাতা ও লবণ মিশিয়ে খেলে সেটা সুস্বাদু ও উপকারীও হয়।
  • ইফতারির খাবারের পরিমাণ হবে অন্য সময়ের সকালের খাবারের সমান।
  • শশা, খিরা, আমরা, কচি পেয়ারা, ডাবের পানি, লেবুর পানি( চিনি ছাড়া) ও অন্যান্য টক ফল ইচ্ছামতো খাওয়া যাবে।

 

সন্ধারাতের খাবার-

  • ডায়াবেটিস রোগীদের সন্ধারাতের খাবার বাদ দেওয়া একেবারেই উচিত নয়।
  • সন্ধ্যা রাতের খাবার হবে অন্য সময়ের রাতের খাবারের সমপরিমাণ।
  • এইসময় ভাত খাওয়া যাবে। তবে প্রত্যেকেই নিজ নিজ বরাদ্ধ অনুসারে খাবার খাবেন।
  • হালকা মশলাযুক্ত খাবার, ছোটমাছ ও প্রচুর পরিমাণে সবজি খেতে হবে।

 

সেহরির খাবার-

  • ডায়াবেটিস রোগীরা সেহেরির শেষ সময়ের দিকে সেহেরি খাবেন। যাতে না খেয়ে থাকার সময়টা কম হবে এবং এতে হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি কমবে।
  • সেহরিতে রুটি বা ভাত যেকোনোটাই খাওয়া যাবে। এবং অন্য সময়ের দুপুরের সমপরিমাণ খাবার গ্রহণ করতে হবে।
  • মাছ মাংস ডিম দুধ সব খেতে পারেন।

 

সতর্কতা-

  • যাদের ডায়াবেটিসের সাথে কিডনির সমস্যা, ইউরিক এসিডের সমস্যা আছে তারা ডালের তৈরি খাবার কম খাবেন। সেই ক্ষেত্রে মুরি, চিড়া এবং চালের গুড়া, আলুপুরি, আলুর চপ ইত্যাদি খাওয়া যাবে।
  • আলসারের সমস্যা থাকলে বেশি তেলে ভাজা বা ঝালযুক্ত খাবার কম খাবেন।
  • ওজন বেশি হলে যতটা সম্ভব কম খেতে হবে এবং খাবারে তেলের পরিমাণ কমাতে হবে।
  • সেহেরিতে কখনো না খেয়ে রোজা রাখবেন না। এতে রক্তের সুগার কমে যেয়ে বিপদ জনক অবস্থা হতে পারে।

 

রমজানে ডায়াবেটিস রোগীদের খাবার

ডা. এম. এম. রহমান রাজীব

Photo by Monika Grabkowska on Unsplash

Related posts

Leave a Comment