পরকীয়া প্রেমে জড়িয়ে পরছেন না তো?
পরকীয়া প্রেম একটি জটিল সম্পর্ক, বর্তমান প্রেক্ষাপটে অনেক বড় সামাজিক সমস্যা।
পরকীয়া প্রেম ভাল নয় তবু মানুষ পরকীয়া প্রেমে জড়িয় যায়। পরকীয়া প্রেম একটি নিষিদ্ধ প্রেম আর নিষিদ্ধ জিনিসের প্রতি স্বভাবতই সবার আকর্ষণ দুর্নিবার।
নানা কারণেই যে কেউ যে কারো প্রেমে পরে যেতে পারে যেকোন সময় যেকোন বয়সেই প্রেমে পরে যেতে পারে।বিয়ের পরও অন্য কোন নারী বা পুরুষকে কারো ভাল লাগতেই পারে,তার স্বামী বা স্ত্রীর মাঝে সে যা পায়নি (যা সে পছন্দ করে) তা অন্য কারো মাঝে পেলে সে তার প্রতি দুর্বল হতেই পারে,আর সেই দুর্বলতা থেকেই ধীরে ধীরে প্রেমের সূত্রপাত ঘটে।অধিকাংশ ক্ষেত্রে পরকীয়া প্রেমে জড়িয়ে পরার কারণ সংগীর অবহেলা। অবহেলা হতে পারে স্বামীর প্রতি স্ত্রীর,হতে পারে স্ত্রীর প্রতি স্বামীর অবহেলা।
অবহেলা অনেকরকম হতে পারে:
*সংগীর সাথে ভাল ব্যবহার না করা।
*সংগীকে সময় না দেয়া।
*সংগীকে বা তার আত্মীয় স্বজনকে সম্মান বা শ্রদ্ধা না করা।
*সংগীকে যথাযথভাবে আর্থিক ও মানসিক সাপোর্ট না দেয়া।
*দীর্ঘদিন সংগী থেকে দূরে থাকা।
এছাড়াও স্বামীর মানসিক নির্যাতন, শারিরীক নির্যাতন এবং কখনো কখনো স্বামীর বাড়ীর পারিবারিক (মানসিক এবং শারিরীক দুটোই) নির্যাতনের কারণেও মন বিষিয়ে উঠতে পারে। তখন এই দুর্বিষহ জীবন থেকে মুক্তি পেতে পরকীয়ায় জড়িয়ে পরে অনেকেই।
যখন অন্য পুরুষের মাঝে এই বাজে অভ্যাসগুলো নেই দেখে তখন তার প্রতি আসক্ত হতেই পারে সেই নির্যাতিত মেয়েটি।এক সময় মেয়েটি সেই পুরুষের সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পরে।
অনেক সময় দেখা যায় শৈশব বা কৈশোরের প্রেমিক বা প্রেমিকা কোন কারণে তখন তাদের মাঝে পরষ্পরের প্রতি যে ভালোবাসা ছিল তার বহিঃ প্রকাশ ঘটায়নি কিন্তু দুইজনই বিয়ের অনেক বছর পর যখন ঘটনাক্রমে জানতে পারে যে সে(ছেলেটি বা মেয়েটি) তাকে সেই শৈশব বা কিশোর কাল থেকেই ভালোবাসে কিন্তু প্রত্যাখ্যানের ভয়ে বলেনি তখন তাদের মাঝে একটি সম্পর্কের তৈরি হয় যা বর্তমান প্রেক্ষাপটে পরকীয়া যদিও তা তাদের শৈশব বা কৈশোরের প্রেম হতে পারতো।
আবার অনেকেই সুযোগ সন্ধানী বা তাদের স্বভাবই এমন তারা কোন কারণ না থাকার পরও পরকীয়ায় জড়িয়ে পরে।
যাই হোক পরকীয়া প্রেমে যে কেউ জড়াতেই পারে কিন্তু তার জন্য মিথ্যা বা ছলনার আশ্রয় নেয়া উচিৎ নয়। আপনার সংগীকে ঠকানোর কোন অধিকার আপনার নেই। যাকে ভাল লাগে আপনি তার সাথে নিজের জীবন নতুন করে শুরু করতেই পারেন তার আগে আপনার পুরনো সংগীকে তা ব্যাখ্যা করুন কেন আপনি তার সাথে থাকতে পারবেন না,কেন আপনি নতুন সংগীর প্রতি আকর্ষিত হয়েছেন।
আজকাল পরকীয়া প্রেমে সফলতার জন্য অন্ধ হয়ে যাচ্ছে মানুষজন বিশেষ করে মেয়েরা তারা পরকীয়া প্রেমে অন্ধ হয়ে নিজে এবং তার সংগী দুইজনই খুনের মতো জঘন্য কাজে জড়িয়ে পরছে। রংপুরে এডভোকেট রথীশ চন্দ্র (বাবু সোনা) কে হত্যা করেছেন তার স্ত্রী দীপা ভৌমিক এবং তার প্রেমিক কামরুল। কেরানীগঞ্জে শেফালী তার দুই ছেলেক আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেছে তার প্রেমিক মামুনকে নিয়ে। বড় ছেলে হৃদয়(৯) আগুনে পুড়ে মারা গেছে,ছোট ছেলে জিহাদ গুরুতরভাবে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এতোটা অন্ধ কিভাবে হয়ে যায় কেউ? আপনি সুন্দরভাবে সবাইকে জানিয়েই তো আপনার আগের সম্পর্ক থেকে বেড়িয়ে এসে নতুন সম্পর্ক শুরু করতে পারেন তার জন্য নিজের সন্তান,নিজের স্বামীকে খুন করতে হবে কেন?
আমাদের দেশে দিন দিন সব ধরণের মূল্যবোধ হারিয়ে যাচ্ছে,সামাজিক অস্থিরতা তৈরি হচ্ছে। দিন দিন পরকীয়া বাড়ছে আর তার বলি হচ্ছে কখনো স্বামী,কখনো স্ত্রী,কখনো সন্তান।
ডা. কামরুল হাসান সোহেল
[…] ডা. কামরুল হাসান সোহেল […]