আত্মহত্যা কোন ও সমাধান নয়।
আত্মহত্যা কোনও সমাধান নয়, আত্মহত্যা কোনভাবেই কোন সমস্যার সমাধান করতে পারেনা। আত্মহত্যা হল জীবন থেকে পলায়নের সহজ পন্থা,ভীরু, কাপুরুষ আর জীবন যুদ্ধে পরাজয় মেনে নেয় যারা তারাই আত্মহত্যা করে।কিন্তু কেন এই পরাজয় মেনে নেয়া?আপনি নিজেই তো নিজের ভাগ্য নিয়ন্তা নন।
আপনার জীবনে খারাপ সময় আসবে, আবার ভাল সময়ও আসবে। খারাপ সময়টা ধৈর্য্যের সাথে মোকাবিলা করতে হয়। সবার জীবনেই খারাপ সময় আসে,খারাপ সময় চিরস্থায়ী নয়,খারাপ সময় এক সময় চলেও যায়, তখন আসে সুসময়।
খারাপ সময়ে হতাশ হয়ে পরলে চলবেনা,সবকিছু শেষ হয়ে গেছে ভেবে বসলে হবেনা,জীবন থেকে পলায়ন করে সব সমস্যা, সব ব্যর্থতা থেকে মুক্তি পাবেন ভাবলে চলবেনা। আপনার সমস্যার কথা আপনার প্রিয়জনের সাথে শেয়ার করেন, কারো সাহায্য নেন এই সময়টাতে।একা একা হতাশা বয়ে বেড়ালে চলবেনা। কারো সাথে শেয়ার না করতে পারলে একজন মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হোন। বিষণ্ণতা একটি ভয়াবহ মানসিক ব্যাধি,বিষণ্ণতা থেকে মুক্তি পেতে সাহায্য নিন।
মেডিক্যাল সাইন্সে পড়ে যদি বিষণ্ণতা কাটাতে না পারেন তাহলে কিভাবে হবে। সবার জীবনেই সমস্যা থাকে,আপনি মেডিক্যালে প্রফ পাস করতে পারছেন না এইটা আপনার কাছে অনেক বড় সমস্যা যে তার জন্য জীবন দিয়ে দিতে হবে? আপনি ডাক্তার আজ হোন নাই তার মানে কি আপনি আর কখনোই ডাক্তার হতে পারবেন না? বেচে থাকলে হয়তো আপনিও পরের প্রফেই পাস করে ডাক্তার হয়ে যেতেন।কিন্তু আপনি চরম হতাশাগ্রস্ত হয়ে জীবন থেকে পালানোকেই শ্রেয় মনে করে আপনার সেই সম্ভাবনা শেষ করে দিলেন?
জীবন অনেক সুন্দর তার চেয়েও সুন্দর বেচে থাকা। আপনাকে ডাক্তার হতেই হবে,একবারেই পাস করতে হবে এমন কোন কথা নেই। যারা মেডিক্যালে চান্স পায় নাই তারা কি আত্মহত্যা করেছে? জীবন সংগ্রাম মুখর এইখানে প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়, সবাইকেই করতে হয়,শুধু আপনিই সংগ্রাম করছেন আর কেউ করছেনা এমন ভাবার কোন কারণ নেই। শুধু আপনিই জীবনে ব্যর্থ হয়েছেন এমন ভাবার কোন কারণ নেই, অনেকেই জীবনে ব্যর্থ হয় কিন্তু তারা ব্যর্থ হয়ে এখানেই থেমে যায় নাই তাই তারা পরবর্তীতে সফল হয়েছে। আপনিও এইখানেই থেমে যাওয়ার কথা না ভেবে সংগ্রাম চালিয়ে যান আপনিও সফল হবেন। সব ব্যর্থতাকে ঝেড়ে ফেলুন,সব হতাশাকে মন থেকে ঝেড়ে ফেলুন,সব বিষণ্ণতাকে জীবন থেকে ঝেটিয়ে বিদায় করুন তারপর আবার নব উদ্যমে ঝাপিয়ে পরুন জীবন যুদ্ধে দেখবেন আপনিও সফল হয়েছেন।
মেডিক্যাল কলেজগুলোতে আর কেউ আত্মহত্যা করেছে এই খবর শুনতে চাইনা। তোমরা নিজেদের এইভাবে শেষ করে দিওনা, প্লিজ।
[…] সুইসাইড নোট লিখেও ছিঁড়ে কুটি কুটি করে …। এই নিয়ে এগারোবার করল এই কাজটা। সুইসাইড কিভাবে করবে তার প্ল্যান পর্যন্ত ছকে লিখে ফেলেছে তিন মাস আগে। তার পছন্দ হচ্ছে— ঘুমের ওষুধ খেয়ে ঘুমের মধ্যেই এই নরকসম পৃথিবীকে টাটা বাই বাই বলা। […]
[…] […]