এক সাপে কাটা রোগীর চিকিৎসার অভিজ্ঞতা । ডা মৃনাল সাহা (১) সবে সন্ধ্যে নেমেছে। ঘরের কাজ শেষ করে ফিরোজা বেগম একটা বেগ হাতে করে গোয়াল ঘরের দিকে গেলেন উদ্দেশ্য মাচার উপর ব্যাগটাকে তুলে রাখা যাতে ব্যাগের ভেতরের মুগডালের বীজ গুলো সংরক্ষিত থাকে। আচানক হাতের মধ্যে তিনি ইলেকট্রিক শকের মতো একটা ঝাঁকি অনুভব করলেন, সেই সাথে ধারলো কিছু হাতে ঢুকে যাবার ঝাঁঝালো ব্যথা অনুভব করলেন। হাত ছাড়িয়ে নিতে গেলেই দেখলেন কি যেন তার হাত কামড়ে ধরে বিপরীত দিকে টেনে নিয়ে যাচ্ছে। হাতের শক্তি ক্রমশ কমে যাচ্ছিলো ফিরোজা বেগমের, এক ঝটকায়…
পরের অংশ