তথাকথিত সৌন্দর্য ভাবনা বনাম স্বাস্থ্য:সৌন্দর্য একটি বিজ্ঞাপনচিত্র বা TVC ছিল ( আমার ধারণা এখনও আছে) যাতে দেখা যেতো একটি মেয়ের বা ছেলের গায়ের রঙ চাপা বলে তাকে বিপরীত লিংগের কেউ পছন্দ করছেনা বা সে কাজের জায়গায় অবহেলিত (Bull****). হায়রে সৌন্দর্য । তারপর কোন বিশেষ ক্রিম বা সাবান মাখতেই তার গায়ের রঙ উজ্জ্বল বা সহজ ভাষায় ফর্ষা হতেই তাকে সবাই খুব পছন্দ করছে। যারা ধর্মীয়ভাবে খুবই সচেতন, তারা যখন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে বিদগ্ধ মতামত দেন, তখন রং-ফর্সাকারী জিনিস যে “উপরওয়ালার উপর পোদ্দারি” সে বিষয়ে কেন মিষ্টি করে চুপ থাকেন, তা…
পরের অংশ