রোজা এবং একটি বোর্ডিং স্কুল ( পর্ব ২)

রোজা এবং একটি বোর্ডিং স্কুল ( পর্ব ২) __________________________________ (প্রথম পর্ব পড়তে এই লিঙ্কে ক্লিক করুন) (দ্বিতীয় পর্ব) আমার প্রাণের শহর পদ্মা পাড়ের ছোট শান্ত নিরিবিলে ফরিদপুরে শুরু হয়েছিল আমার জীবনে রোজার মাসের। আব্বু আম্মু আর বোনদেরসহ আমাদের হৈচৈ কলকালকিতে মুখরিত পুরানো দিনের ঐতিহ্যের ধারক বিশাল বাড়ির প্রতিটি ইন্চিতে মায়া মমতার বন্ধনে,আশেপাশে চাচা ফুপু এবং এক রাজ্যের এলাকাবাসী, না না……পুরো শহরটাই তো ছিল আমার পরিচিত আত্মার খুব কাছের মানুষগুলোর সাথে; অসাধারণ কান্না পাবার মতো সুন্দর এক একটা রোজার মাস জীবনে কাটিয়েছি মেডিকেল কলেজে আসার আগ পর্যন্ত। নব্বই দশকের শেষের দিক…

পরের অংশ