মাসিক বা স্বপ্নদোষ মাসিক বা স্বপ্নদোষ হচ্ছে শারীরিক ও মানসিক ভাবে সুস্থ পৃথিবীর সমস্ত ছেলে মেয়ের জন্য একটা ফিজিওলজিক্যাল ব্যাপার। প্যাথলজিক্যাল ব্যাপার কিন্তু নয় মোটেই। মেডিকেলের ভাষায় ফিজিওলজিক্যাল মানে হচ্ছে মানব শরীরের স্বাভাবিক কোন বিষয় আর প্যাথলজিক্যাল মানে হচ্ছে শরীরের অসুস্থ অবস্থা। কিন্তু দুঃখজনক হচ্ছে নারী পুরুষের খুব স্বাভাবিক এই শারীরবৃত্তীয় পরিবর্তনকে আমাদের দেশে কেন যেন সহজ ভাবে গ্রহণ করা হয় না। বরং পিরিয়ড কে নিয়ে “ইস্যু” তৈরি করা হয়। স্বপ্নদোষকে বানানো হয় রাস্তা ঘাটে ক্যানভাসারদের বানিজ্যের পসরার রসদ। স্কুল কলেজে পাঠ্যপুস্তকে এই টপিক থাকলেও কেন যেন সেসব চ্যাপ্টার…
পরের অংশ