একজন মহিয়সী নারীর একটা শিক্ষনীয় গল্প বলছি

মা

  [একজন মহিয়সী নারীর একটা শিক্ষনীয় গল্প বলছি। গল্পটা আমার নিজের জন্যই আমাকে সৃষ্টি করতে হয়েছে!] (১) তিনি যোগ সাধনা করেন, মন্দিরে থাকেন, উনার ভক্তরা উনাকে মা বলে ডাকেন। মায়ের কাছে একবার এক লোক এলেন যিনি একেবারেই চঞ্চল প্রকৃতির মানুষ, সংসারে মন নেই, কাজে কর্মে ভীষন অস্থির। কেউ একজন উনাকে বলেছেন, মনে ভক্তি ভাব জাগ্রত হলে মন স্থির হবে, সবকিছুতেই স্থিতি আসবে এবং তার সামগ্রিক উন্নতি হবে। মায়ের কাছে এসে ওই লোক বললেন, মা আমাকে আশীর্বাদ দিন যেন আমার ভক্তি হয়। মা তাকে আশীর্বাদ করলেন, আর বললেন, বাবা ভক্তি হবার…

পরের অংশ