RIP বাংলাদেশের মেডিকেল শিক্ষা ব্যবস্থা

মেডিকেল

RIP বাংলাদেশের মেডিকেল শিক্ষা ব্যবস্থা। _______________________________ সুইসাইড নোট লিখেও ছিঁড়ে কুটি কুটি করে ফেলল পর্শিয়া। এই নিয়ে এগারোবার করল এই কাজটা। সুইসাইড কিভাবে করবে তার প্ল্যান পর্যন্ত ছকে লিখে ফেলেছে তিন মাস আগে। তার পছন্দ হচ্ছে— ঘুমের ওষুধ খেয়ে ঘুমের মধ্যেই এই নরকসম পৃথিবীকে টাটা বাই বাই বলা। সুইসাইড নোটটা লিখবে এনাটমীর ডিপার্টমেন্টাল হেড স্যার আর A ব্যাচের ব্যাচ টিচার ম্যাম আর তার দুই রুমমেটের কাছে। যে মানুষগুলো জন্য গত দুটো বছর ধরে এনাটমীতে সাপ্লি খেয়ে যাচ্ছে সে সমানে। অথচ সে যাদেরকে হার্ডপার্ট সফর্ট পার্ট ডেমো দেয় সবাই পাশ করে…

পরের অংশ

বাংলাদেশে বেসরকারি মেডিকেল কলেজ একটা ব্যাবসার নাম। ফুলস্টপ।

বাংলাদেশে বেসরকারি মেডিকেল কলেজ একটা ব্যাবসার নাম। ফুলস্টপ। বাংলাদেশে মোট মেডিকেল কলেজের সংখ্যা কয়টা কেউ জানেন? একটু আন্দাজ করেন। সরকারি ৩১টা। বেসরকারি ৬৯টা। মোট ১০০টা মেডিকেল কলেজ। সরকারি ডেন্টাল কলেজ ৯টি। বেসরকারি ডেন্টাল কলেজ ৩৩ টি। মোট ৪২টি ডেন্টাল কলেজ। আমার জানামতে এত ছোট দেশে এত মেডিকেল কলেজ পৃথিবীর অন্য কোন দেশে আছে। বিশেষ করে এত গুলো প্রাইভেট মেডিকেল কলেজ। দুইটা বিল্ডিং ভাড়া নিলেই হয়ে যায় এখন একটা বেসরকারি মেডিকেল কলেজ। একটা বিল্ডিং নামকা ওয়াস্তে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল আরেকটা একাডেমিক ভবন। আর পাশে একটা খোপ খোপ করা কবুতরের বাসার…

পরের অংশ