অত্যাচার ছেলেদের উপরেও হয় !

অত্যাচার ছেলেদের উপরেও হয় ! স্বয়ং ছেলেরা এবং সমাজ তা স্বীকার করুক বা না করুক।সমস্যা হচ্ছে ওরা মেয়েদের মত ইমোশনাল হয়ে, কান্নাকাটি , হৈচৈ, নালিশ করে সবাইকে তা জানাতে পারে না। পৌরুষত্ব্যে আঘাত হানবে যে তাহলে। ‘নারী নির্যাতন’ যতটা সহজ ‘পুরুষ নির্যাতন’ ততটাই অ-সহজ,অবিশ্বাস্য এখনো। ছোটবেলা থেকেই আমাদের সমাজ আমাদের মাথায় এবং মনে কিছু অদ্ভুত ভাবনা চিন্তার বীজ বপন করে দেয় খুবই সূক্ষ্ম এবং সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে। এর মধ্যে অন্যতম হচ্ছে— ছেলে মানুষদের কখনো কাঁদতে নেই। কান্নার একচ্ছত্র মালিকানা যেন শুধুই মেয়েদের। অথচ মেডিকেল সাইন্সে লেখাপড়া করে জেনেছি Lacrimal…

পরের অংশ