নারীর প্রজনন অধিকার ও স্বাস্থ্যরক্ষা

প্রজনন অধিকার ও স্বাস্থ্যরক্ষা

  ।।।।–নারীর প্রজনন অধিকার ও স্বাস্থ্যরক্ষা–।।।   নারীর প্রজনন অধিকার ও স্বাস্থ্যরক্ষা  সম্পর্কে লেখার আগে প্রয়োজন বোধ করছি একটি ভূমিকা দেবার। আমার লিখিত এই নিবন্ধটি প্রায় বিশ বছর আগে রেডিও বাংলাদেশ বেতারে প্রচারিত হয়েছিল। আজ মনে হোল, এই বিষয়টির উপযোগিতা আজও হারায়নি বিশেষ করে গ্রাম গন্জের নারীদের এবং তাদের পরিবারবর্গের জন্য। তবে শহরের আধুনিক নারীদেরও জানবার বিষয় আছে বৈকি। আমাদের আজকের সমাজে বিভিন্ন ক্ষেত্রে নরীর অধিকার নিয়ে নানাবিধ আলোচনা ও সমালোচনা হতে দেখা যাচ্ছে। এটা সুখের কথা। কারন আমাদের এই পুরুষ শাসিত সমাজে বিভিন্ন কর্মক্ষেত্রে নারীর অধিকার, সমাজের বিভিন্ন স্তরে…

পরের অংশ