প্রজন্ম গত ব্যবধান কি খুব বেশি হয়ে যাচ্ছে না !

অটিজম

  প্রজন্ম গত ব্যবধান কি খুব বেশি হয়ে যাচ্ছে না !   ইদানিং আমার কিছু বছর আগের কথা খুব মনে পড়ে। খুব বেশি না এই ধরা যাক আজ থেকে ৮-৯ বছর আগের সময়টা। আমিসহ আমার সমসাময়িক জেনারেশনটা সেসময় কেবল টিনএজ বয়সটা শেষ করেছি বা করব। আমাদের সেইসময়টা খুব অদ্ভুত সুন্দর ছিল। এইচএসসি শেষ করেছি মাত্র, ভর্তিযুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছি। সেইসময়টায় আমাদের চোখে রনবীর কাপুর বা টম ক্রুজ ছিল বুয়েট, মেডিকেলের ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় থাকা ভাইয়ারা, সোনম, কারিনাদের জায়গায় ছিল এইসব প্রতিষ্ঠানে সগৌরবে জায়গা করে নেয়া আপুরা। আমি এবং আমার আশেপাশের…

পরের অংশ