দেশে বেকার বা সরকারী চাকুরি করতে আগ্রহী চিকিৎসকের সংখ্যা কতো? ৩৯ তম বিসিএস দিতে ইচ্ছুক এবং ইতিমধ্যে আবেদনপত্র জমা দিয়েছেন ৪০ হাজার বেকার চিকিৎসক। দেশে বেকার বা সরকারী চাকুরী করতে আগ্রহী এমন চিকিৎসকের সঠিক সংখ্যাটা অনুমান করুন। এরসাথে প্রতি বছর পাস করে আরো ১০,০০০ জন যোগ হবে। এই বারে ৪,৫০০ জন জয়েন করলেও দেশে বেকার ডাক্তারের সংখ্যা কত হবে আর কত হতে থাকবে তা ভাববার বিষয়। এই টোটাল প্রক্রিয়া একদিনে হয়নি। একটি স্লো পয়জনিং বা নিয়ম নিতিহীন গেম এ পড়ে গেল এই দেশের সবথেকে মেধাবী ছাত্র ছাত্রী গোষ্ঠী।…
পরের অংশ