আধুনিক সমাজের একটা এলিট পরিবারের কেচ্ছা _____________________________ একজন উচ্চ শিক্ষিত, কর্মজীবি মহিলা যার আছে প্রতিষ্ঠিত স্বামী এবং স্কুল ও কলেজে পড়ুয়া বর্তমানের আধুনিক দুই কিশোরী কন্যা সন্তান। আপাতদৃষ্টিতে দেখতে ছবির মত ঝকঝকে তকতকে চমৎকার একটা পরিচ্ছন্ন পরিবার।কিন্তু চার দেয়ালের ভেতরে রয়েছে ভীষন কুৎসিত অসুস্থ জীবনাচার এই পরিবারটির। সে গল্পই শোনাব আজ। সাধারণতঃ আমরা ভেবে নেই পারিবারিক কলহের নোংরা বহিঃপ্রকাশ — খারাপ শব্দের ব্যবহার, গায়ে হাত তোলার মতো জঘন্য কাজগুলো হয়তো শুধুমাত্র বস্তি ঘরে- সমাজের নিম্নবিত্ত শ্রেণীতেই ঘটে থাকে।উচ্চবিত্তরা হয়তো খুব শুদ্ধ উচ্চারণে ইংরেজির সঠিক একসেন্টে ক্লাসি এটিচিউডে ঝগড়া ঝাটি করে!…
পরের অংশ