রোজা এবং একটি বোর্ডিং স্কুল (পর্ব ১) _________________________________ (প্রথম পর্ব) পাপবোধে কুঁকড়ে যাচ্ছি। মরে যাই যাই টাইপ, ভীষন রকম ফ্রাসট্রেশনে আর ডিপ্রেশনে ভুগছি। মনটা অদ্ভুত ভাবে তার কার্যকারিতা হারিয়ে ফেলেছে যেন। আজ তিনদিন হলো কিছু লিখতে পারছি না। একটা লাইনও না ! অথচ লেখালেখি হচ্ছে বর্তমানে আমার একমাত্র বন্ধু। গত তিন বছরে যা যা আমার বলতে ইচ্ছে করে লিখেই বলে ফেলছি। এমনকি জীবনের স্বপ্নগুলোও লিখে লিখেই ছুঁয়ে দেখার পাগলামি করছি। কি যে আনন্দ এতে….. হেরে যাবার অথবা না পাবার বেদনা নেই এই বিচিত্র লেখালেখি খেলাতে। আমি ফেসবুকটা ব্যবহারই করি লেখালেখির…
পরের অংশ