Revenge of nature ।
Revenge of Nature বলে একটা বিষয় আছে মানব জীবনে। কয়েক বছর আগে আশেপাশের মানুষজন খালি পেইন আর পেরা দিত আমাকে– কারনে অকারনে।
এই টেবিলে বসে ঝিমাচ্ছিস কেন ? জোরে পড়।
অথচ তখন হয়তো আমি ম্যাথ করছিলাম।ম্যাথ কিভাবে জোরে করা সম্ভব 😉 আজো জানি না।
বৃষ্টি হচ্ছে দেখে রান্না করলাম পানি খিচুড়ি আর গরুর মাংস ভুনা। শুনলাম— ভুনা খিচুড়ি আর মাছ ভাজা করা গেল না? অথচ ফ্রিজ খালি আজ এক সপ্তাহ।মাছ কি কাগজ কেটে বানাতাম আমি 😥 ?
বাপের টাকায় পড়ছে মেডিকেলে শুনতে শুনতে হাফ জীবন গেল।অথচ কেউ বলল না এইমপিএইচ টা মেয়েটা নিজের টাকায় করেছে।
স্টুডেন্ট লাইফে বিবাহ বাচ্চা হলো বলে সার্জারি ভাইভা বোর্ডে এক্সটার্নাল স্যার বললেন — তোমার আর কি হবে ডাক্তার হয়ে ? জামাই, বাচ্চা নিয়ে বরং সংসার কর। অথচ এখন ঠিকই ডাক্তারী করি সংসারটা গুবলেট হলেও লেখাপড়াটা ঠিকই কাজে লেগে
গেল 😋
চাকরি শুরু করলাম ছেলেকে সাথে নিয়ে। সবাই ছি ছিঃকার দিল। এত ছোট বাচ্চা নিয়ে হাসপাতালে যাই।
অথচ কেউ বললা না— আমাদের কাছে আজ রেখে যাও বাবু। শান্তি মতো ডিউটি করে আস। আজ মা ছেলে এক কম্পাউন্ডে স্কুল আর অফিস করি।
কি সারাদিন ফেসবুকে পড়ে থাক, ছাইপাশ লেখ— রীতিমতো মিটিং করে অপমান করা হলো বলতে গেল।
অথচ এই ফেসবুকে লিখেই অমর একুশে বইমেলাতে বই প্রকাশ হয়ে গেল !!!
যাহোক কথা তা না , কথা হচ্ছে — এখন আর পেইন খাই না। দেই 😋।
কিভাবে দেই সে গল্প বলব অন্য একটা লেখায়।
শুধু এতটুকু বলি আজ—– দিন কখনোই এক রকম করে কাটে না কারো জীবনে। দিন বদলে যায় ই শেষ পর্যন্ত।প্রকৃতি সারা জীবন আপনার চোখের জল সহ্য করবে না কিছুতেই। আপনার ঠোঁটের কোনে মিষ্টি হাসি বিধাতাও দেখতে চান।
.
.
#মিম্ মি
.
.
#মিম্ মি