এই সুন্দর পৃথিবী রাফা আরও কিছুদিন দেখতে চায়
জারিন তাসনিম রাফা,আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্রী। ঘটনার সূত্রপাত ২-৩মাস আগে থেকে। প্রায়ই জ্বর, দূর্বলতা,শরীর ব্যথা এবং নানা ধরনের ইনফেকশনে আক্রান্ত হত।কিন্তু আর দশজনের মত রাফাও সেটাকে স্বাভাবিক সর্দি -কাশি বলে এড়িয়ে যেত।ডাক্তার ওষুধ দিলেও জ্বরের মাত্রা এবং মাথা ব্যথা কোনটাই কমছিল না।সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হলো কিন্তু একমাত্র CBC ই করা হয়ে উঠেনি নানা কারনে।অবশেষে একজন রিউমাটলজিস্টের পরামর্শে CBC করা হলো।রিপোর্ট আসার সাথে সাথে ভয়ংকর সত্যটাও আমাদের সামনে এসে দাঁড়ায়।রাফার রক্তে blast cell বা অপরিপক্ক কোষের সংখ্যা ৫৬% মেডিকেল সায়েন্সে যা নির্দেশ করে “acute myeloblastic leukaemia” সাধারন ভাষায় যা হচ্ছে রক্তের ক্যান্সার।
আমরা কি পারি না যে যার মত হাত বাড়িয়ে দিতে?? সে তো আমাদেরই একজন। মানুষ তো মানুষের জন্য। ইচছে হলে আপনারা শেয়ার করুন।।
দোয়া করবেন সবাই অসম্ভব ব্যয়বহুল এই চিকিৎসা ব্যবস্থায় আমরা হাত দিয়েছি রাফাকে আমাদের মাঝে ফিরিয়ে আনার জন্য,ওর ডাক্তার হওয়ার স্বপ্নকে পূরন করার জন্য।ইতিমধ্যেই প্রায় দশ লাখ টাকা খরচ হয়ে গিয়েছে জাস্ট একটা কেমোর সেশন । কলকাতা টাটা মেডিকেল কলেজ থেকে তাকে নিয়ে আসা হয়েছে।ডাক্টার বলেছে ওর বোন মেরু ট্রান্সপ্লান্ট জরুরী। যার খরচ ৩৫-৪০ লক্ষ টাকা।সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিলে হয়ত এই বিশাল অর্থের যোগান সম্ভব। তার জন্য শুধু প্রয়োজন আমাদের সবার জাস্ট একটু সহযোগীতা এবং সহমর্মিতা।তাহলেই হয়ত রাফা আমাদের মাঝে ফিরে আসতে পারবে,ডাক্তার হয়ে কাল আপনাদের পাশে
প্লিজ, সবাই এগিয়ে আসুন। আমরা আমাদের রাফা কে সুস্থ করে ফিরিয়ে আনতে চাই।।আর ব্যাংক হিসাব নম্বর…..
সাদিয়া আফরোজ সিদ্দিকা – 1233201000007784 – UCB bank limited.
বিকাস – 01534953935 (পার্সনাল)
যোগাযোগ নাম্বার -. 01680226277
ওকে কেউ দেখতে চাইলে যোগাযোগ করতে পারেন। ও এখন এ্যাপোলো হাসপাতালে ভর্তি আছে।
আয়শা আলম প্রান্তি