শিশুদেরও হতে পারে মানসিক রোগ আমাদের সমাজে প্রায় অধিকাংশেরই ধারণা যে. মানসিক রোগ মানেই বড়দের রোগ বা প্রাপ্ত বয়ষ্কদের রোগ। কিন্তু বড়দের মতো শিশুদেরও মানসিক রোগ হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যানে দেখা গেছে যে, বিশ্বের প্রায় ২০ শতাংশ শিশু-কিশোর মানসিক রোগে আক্রান্ত। আমাদের দেশের পরিসংখ্যানেও প্রায় এর কাছাকাছি ফলাফল পরিলক্ষিত হয়েছে। জন্মগত, পরিবেশগত, সামাজিক, জৈবিক ইত্যাদি কারণের প্রভাবে শিশুদের মধ্যে বিভিন্ন ধরণের মানসিক রোগ দেখা যায়। শিশুদের মানসিক রোগের মধ্যে সাধারণ উদ্বেগজনিত রোগ (Generalized Anxiety Disorder), স্কুলভীতি (School Phobia), বিশেষ কিছুতে ভীতি (Specific Phobia), আঘাত পরবর্তী চাপজনিত রোগ (Post-traumatic…
পরের অংশ