#হোক প্রতিরোধ
#হোক প্রতিরোধ l একজন মাশরাফির কাছে আবেদন …….,………
ইউটিউব অনেক জনপ্রিয় আমাদের যুব সমাজে।
দেখলাম ভারতীয় সকল সেলিব্রেটিরা ধিক্কার জানাচ্ছে কাশ্মিরে আসিফা নামের আট বছরের শিশুটির রেপ ও মৃত্যু নিয়ে।সালমান খান, আমির খান, তাদের ক্রিকেটার সকলেই নিজের ক্ষোভ ভিডিও করে শেয়ার করেছে।তাদের দেশে কি এর আগে রেপ হয়নি, হয়েছেতো কিন্তু শিশু নির্যাতন কেউ মেনে নেয়নি। তাদের সাংবাদিকেরা নানা ঘটনার রিয়েকশন কেপচার করে।সাংবাদিকেরা আসিফা রেপ নিয়ে মতামত জানতে চেয়েছে বলেই, তারা তাদের মতামত ও বিচার নিয়ে এতো কথা বলেছেন।
আচ্ছা তাদের দেশের একজন আসিফার খবর বাংলাদেশ জানে। বাংলাদেশের ১৭৯ আসিফার খবর কি জানে বাংলার মান আমাদের তারকারা?১৭৯ শিশুদের নিয়ে কি বাংলাদেশের কোন সাংবাদিক সেলিব্রেটিদের থেকে রিয়েকশন চেয়েছে?
ওওও বাংলাদেশে তো বাতাবিলেবুর বিপুল ফলন সবাই ব্যস্ত।
ভারতীয় তারকাদের সব তো বাংলাদেশে আমরা অনুকরন করি।তাহলে তাদের এই বেপারটি কেন নয়?বাংলাদেশের রিপোর্টারস আপনাদের বলছি সবাই কে ১৭৯ জন শিশুর প্রেক্ষিতে বলতে বলবেন না?
আমাদের মাশরাফি বিন মর্তুজা বস তাঁর কতো ভক্ত, তিনি যদি কিছু বলতেন, জানোয়ার দের ধিক্কার যদি দিতেন।
আরিফিন শুভ, তাহসান,সালমান মুক্তাদির,তৌহিদ আফ্রিদী আরো সকলে তাদের সাসক্রাইবার লাক্ষো মানুষ।
তারা তো ভারতীয় তারকাদের মতন জানোয়ার গুলোকে প্রতিরোধ করবার কথা বলে ভিডিও শেয়ার করে না। নকল করি শুধু স্টাইল আর কিছুই না।
সাংবাদিকেরা জানতে চায়না দেশের এই শিশুদের প্রতি ঘটনার জন্য গণ্যমন্যদের অনুভুতি।
এমন গনমাধ্যম চাই যারা শুধু বাতাবিলেবু কে নিয়ে নয় অরাজকতা রিপোর্ট করবে।
#হোক প্রতিরোধ
স্বর্না ইসলাম