Best Product with High Quality?! (প্রসঙ্গঃ সুন্দরী প্রতিযোগিতা)।। ফাহমিদা হাশেম

Best Product with High Quality?! (প্রসঙ্গঃ সুন্দরী প্রতিযোগিতা)

 

হ্যাঁ, মেয়েদেরকেই প্রোডাক্ট বললাম। বাজারে যখন নতুন কোনো প্রোডাক্ট আসে, তখন তার গুণগতমান, বাহ্যিক রুপ, বিজ্ঞাপন এর ধরন সব-ই দেখা হয়। বছর শেষে সবচেয়ে ভালো প্রোডাক্টি কে পুরস্কৃত করা হয়। এখানেও এক-ই অবস্থা। নিজেকে পণ্যের মত উপস্থাপন করা কি খুব জরুরি?? মেধা ভিত্তিক প্রতিযোগিতার বড়ই অভাব।

সুন্দরী প্রতিযোগিতা- (আমি বলি অসুস্থ প্রতিযোগিতা)

এইটা কি ধরনের প্রতিযোগিতা ??? আমি নিশ্চিত আমাদের ভেতর ৮০ ভাগ মানুষ সুন্দরের সংজ্ঞা বলতে পারবেনা। সুন্দর বলতে দেহ বোঝায়? নাকি মন বোঝায় ? নাকি ব্রেইন বোঝায়? তাহলে সুন্দর মানেই অল-রাউন্ডার হতে হবে, এটা কোত্থেকে আসলো ?
নামকরণ কি ঠিক আছে? এটা যদি সুন্দরী প্রতিযোগিতা হয়- তাহলে এখানে ফরসা-লম্বা- ৩৬-২৪-৩৬ এইসব যোগ্যতা নিয়ে আসলেই চলবে। ব্রেইনের কি দরকার ?! আচ্ছা, এখানে আসতে হলে অল-রাউন্ডার হতে হবে, তাই তো ?কিন্তু কেনো??

  • কোনো রান্না প্রতিযোগিতায় কি গান গাইতে না পারা অস্বাভাবিক কিছু?
    •কোনো গানের প্রতিযোগিতায় কি নাচ না জানাটা কোনো অপরাধ?

তাহলে যেই বিষয়ের উপর প্রতিযোগিতা সেটা থাকলেই হইসে, এতো আজাইরা প্যাঁচালের কি দরকার? ওহ, আচ্ছা, এই প্রতিযোগীরা বিশ্বে দেশকে রিপ্রেসেন্ট করবে তাই তাদের সর্ব গুণে গুণান্বিত হতে হবে, সব-ই ঠিক আছে শুধু প্রতিযোগিতার নামটা পরিবর্তন করে conceptual কোনো মেধা ভিত্তিক নাম দেয়া উচিত, আর এই প্রতিযোগিতাটি ছেলে-মেয়ে সবার জন্যই রাখা উচিত।

Beauty with brain-

এটা কি জিনিষ ভাই? ছালা সহ আম?? অমার কাছে তো সব মেয়েকেই সুন্দর মনে হয়, যে যার মতো সুন্দর, আর যে মেয়ে তার গ্রাজুয়েসন শেষ করেছে/চাকরি করছে সে অবশ্যই কিছু জেনেই এই পর্যন্ত আসছে। H2O – এরকম আরো ভাইরাল ভিডিও নিশ্চয়ই সবাই দেখেছে? যেখানে-
•অনেক সুন্দর মানুষরা আমাদের বিজয় দিবস কবে বলতে পারে নাই
•আমাদের অনেক ছাত্রছাত্রী GPA পুরা ফর্ম জানেনা

কেউ কিছু একটা বলতে পারলোনা দেখেই কি ব্রেইনলেস??আর এই টার্ম টা কি শুধুই মেয়েদের জন্য? ছেলেদের কি Beauty with brain দরকার নাই? মেয়েদের ব্রেইন নিয়ে সবাই প্রশ্ন তুলছে-তারা শোনেন, এখনকার দিনে মেয়েরা প্রতিটা ক্ষেত্রে যে গতিতে এগিয়ে যাচ্ছে, বিউটি থাকুক /না থাকুক ব্রেইন যে আছে তা প্রমানিত। নিজের ব্রেইন এর ওজন নিয়া দেখেন কি অবস্থা।

তবে হ্যাঁ, সবসময় সবকিছুর উত্তর দিতে পারাটা জরুরি না, জরুরি হচ্ছে এই না পারাটাকে হ্যান্ডেল করা, অ্যাপ্রচ টা আয়ত্ত করা। আমি তো বলি প্রতিটা মেয়েই “Beauty with brain” ।

আমি এই H2O সুন্দরীদের পক্ষে গিয়ে কথা বলছিনা, আমি এই beauty contest এর বিপক্ষে, এটাই। এই প্রতিযোগিতার নাম পরিবর্তন করে সম্পূর্ণ মেধাভিত্তিক করা হোক।

আফসোস- আমাদের ঘাটতিগুলোকে আমরাই পুরা বিশ্বে পৌঁছে দিচ্ছি। আফসোস- আমরা মেয়েরাই এই ধরনের প্রতিযোগিতার জন্য পাগল !

আবার এও শুনলাম- কিছু পারেনা তো কি বিনোদন দিতে আসছে?? হ্যাঁ ভাই, তাই তো, তারা বিনোদন দিতেই আসছে, আর আপনারা সবাই চুটায়া বিনোদন নিতেসেন। H2O সুন্দরীরা কি কি উপকার করলো-

  • পর্যাপ্ত বিনোদন দিলো
    •বিজ্ঞাপনদাতাদের তো পোয়া বারো। সব বিজ্ঞাপন H2O নিয়া

তাইলে আর এতো মাতামাতি কেন?

শেষ কথা-

এই H2O সুন্দরীরা যতই ভাইরাল হোক, তাদের নিয়ে যতই ট্রল হোক, আমাদের সমাজে বিয়ের ক্ষেত্রে পুরুষরা এই H2O সুন্দরীদের কেই খোঁজে 😊 বিয়ের ক্ষেত্রে কম বুদ্ধি সম্পন্ন/ সল্প-জান্তা সুন্দরীদের চাহিদা কিন্তু অনেক বেশি। কারণ সমবুদ্ধি সম্পন্ন শিক্ষিতা ও ফাইটার নারীদের সম্মানের সাথে গ্রহণ করতে এখন অনেকের পৌরুষ্যে লাগে 😊

Every girl is beautiful in her own way & every girl has brain= PROVED!

ফাহমিদা হাশেম

ফাহমিদা হাশেম

পুষ্টি বিশেষজ্ঞ (ওয়েট ম্যানেজমেন্ট সেন্টার)

অ্যাসিস্টেন্ট ক্রিয়েটিভ ডিরেক্টর – প্রতিশব্দ কমিউনিকেশন ( নেসলে নিউট্রিশন ইউনিট)

Photo by jesse orrico on Unsplash

Related posts

Leave a Comment