সার্জনরা অপারেশনের সময় কেন সবুজ বা নীল রঙের কাপড় পড়ে থাকেন?
জানেন তো? সার্জনরা অপারেশনের সময় কেন সবুজ বা নীল রঙের কাপড় পড়ে থাকেন?
সবাই জানেন নিশ্চই ডাক্তাররা সাধারণত সাদা রঙের Scrub পড়েন (Scrub হচ্ছে পরিস্কার জীবাণুমুক্ত কাপড় যেগুলো সার্জন, নার্স, ডাক্তাররা রোগীদের চিকিৎসা দেয়ার সময় হাঁসপাতালে পড়ে থাকেন)। কিন্তু, কখনো কি ভেবেছেন এই একই ডাক্তাররা কেন অপেরাশন রুমে সবুজ বা নীল রঙের Scrub পড়েন, কখনোই সাদা রঙের পড়েন না!
এর উত্তরটা জানতে হলে আমাদের বর্তমান সময় থেকে বেশ পিছনে যেতে হবে। শুরুর দিকে ডাক্তাররা রুগী দেখার সময় এবং অপারেশনের সময় একই রঙের অর্থাৎ সাদা রঙের Scrubপড়তেন। এরপর বিংশ শতাব্দীর একেবারে প্রারম্ভে আসে পরিবর্তন। ওই সময়ের প্রভাবশালী একজন ডাক্তার প্রচলিত অবস্থার পরিবর্তন আনেন এবং অপারেশনের সময় সাদার পরিবর্তে সবুজরঙের Scrub পড়া শুরু করেন। কারণ, তার মতে সবুজ রঙ সার্জনের দৃষ্টি শক্তির জন্য আরামদায়ক। (তথ্যসূত্রঃ Today’s Surgical Nurse নামক জনপ্রিয় প্রতিবেদন, প্রকাশ কাল ১৯৯৮)। তবে এটা হলফ করে বলে দেয়া কঠিন ঠিক কোন সময়ে সবুজ বা নীল রঙের Scrub পড়াটা প্রথম জনপ্রিয় হতে শুরু করেছিল ।
বিজ্ঞান যখন আস্তে আস্তে উন্নত হতে থাকলো, তখন আমরা বুঝতে পারলাম ওই ডাক্তারবাবু পুরোপুরি ঠিক ছিলেন। প্রকৃতপক্ষে এর পিছনে সুনির্দিষ্ট কিছু বৈজ্ঞানিক কারণও রয়েছে।
প্রথম কারণটি হচ্ছে, যদি দীর্ঘ সময় ধরে কোনো লাল রঙের কিছুর উপর তাকানো হয় (যেমনঃ রক্ত) এবং তারপর যদি সাদা রঙের কিছুর উপর চোখ যায় তাহলে সেখানে একধরণের সবুজরঙের illusion তৈরি হয়। সবুজ রঙের illusion টা হতো তখনি যখন সার্জন দীর্ঘসময় রক্ত বা লাল বডি টিস্যু দেখতো এবং এর পর সাদা কিছুর উপর চোখ যেত (যেমনঃ Surgical drape, সহকর্মীর সাদা Scrub). এতে করে কি হয়, সার্জনের দৃষ্টি ভ্রম হয়। একারণে আগে অনেক সার্জনই অপেরাশনের সময় মাথাব্যথার স্বীকারও হতেন।
দ্বিতীয়ত, অপারেশন থিয়েটারে উজ্জ্বল ফ্লাশলাইট থাকে, যাকে Operating light বা Surgical light headও বলা হয়। উজ্জ্বল আলো surgical drape বা OT table cover এর সাদা কাপড়ের উপর পরত এবং খুব সহজেই তা সার্জনের চোখে প্রতিফলিত হতো। কারণ, সাদা রঙ সব রঙের আলোকে প্রতিফলিত করে। একারণে সাদার পরিবর্তে সবুজ রঙের কাপড় ব্যবহার করা হয়। আর সবুজ রঙ শুধু মাত্র সবুজ ছাড়া বাকি সব আলোই শোষণ করে। ফলে, সবুজ রঙ ব্যবহারে আগের সমস্যাটি আর রইলো না।
তৃতীয় কারণটি হচ্ছে, যখন সাদা OT table cover বা surgical drape এ লাল রক্ত লাগতো তা ৩-৪ বার ভালো করে ধোয়ার পড়েও রক্তের দাগ লেগে থাকত। যারদরুন এই কাপড় পরবর্তীতে জীবাণুমুক্ত করেও দাগ থাকার কারণে দ্বিতীয়বার ব্যবহার করা সম্ভব ছিল না। গবীর দেশ গুলো জন্য এটা ব্যয়বুহুল একটা ব্যাপারও বটে।
আচ্ছা, এটা তো বোঝা গেল কেন অপারেশনে আমরা সাদা রঙ ব্যবহার বাদ দিয়ে দিলাম। কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, কেন এত রঙ থাকতে সবুজ বা নীলকেই বেছে নিলাম, অন্য কোনো রঙ নয় কেন?
কারণটা খুবই সহজ, Color spectrum এ লাল রঙের বিপরীতে সবুজ এবং নীল রঙের অবস্থান। (পাঠক মনে আছে নিশ্চয় Color spectrum এর কথা, আমরা মাধ্যমিকে পড়েছিলাম)। সার্জারির সময় যেহেতু সার্জনকে অনেক সময় ধরে লাল রঙের দিকে তাকিয়ে থাকতে হয়, ওইসময় আশেপাশে সবুজ বা নীল রঙ ব্যবহারে সার্জনের চোখে কোনও ধরণের illusion তৈরি হওয়ার আর সুযোগ থাকলো না।
আজ এতটুকুই, ধৈর্য সহকারে লিখাটি পড়ার জন্য
অসংখ্য ধন্যবাদ।
লেখকঃ আকিব নিয়াজ জোহা
JINZHOU MEDICAL UNIVERSITY (CHINA)
Photo by Natanael Melchor on Unsplash
ENGLISH EDITION
Do you know why surgeon wears blue or green scrubs during surgeries?
All of you know that doctors wear white scrub (Scrubs are the germ-free cloths worn by surgeons, nurses, physicians and other workers involved in patient care in hospitals) but Have you ever wondered why surgeons wear either green or blue overalls in the operating room but never white ones?
Looking back on the pretty extensive history of hospital scrubs, initially all medical staff wore white clothing. Then in the early 20th century, one influential doctor switched to green because he thought it would be easier on a surgeon’s eyes, according to an article published in 1998 named “Today’s Surgical Nurse”. Although it is hard to confirm whether green scrubs became popular.
Actually there are some reasons why surgeons wear blue or green scrubs.
Firstly, longtime focusing on red color (such as: blood) can lead to distracting green illusions on white surfaces. These green illusions could appear if a doctor shifts his gaze from reddish body tissue to something white, like white scrubs of surgeon’s colleagues or white surgical drape (Used during surgery to isolate the surgical site from the other areas of the patient’s body to reducing the risk of surgical site infection).
Secondly, in operating rooms under the bright flashlight (called Operating Light or Surgical Light head) it would be extremely difficult to focus due to the glare of reflected light from the white clothing, draping or OT table cover. Green color absorbs all other colors of the visual spectrum and reflects only the green color, so it is much relaxing to our eyes.
Thirdly, when once the bed gets soiled with blood its mark would remain even after three or four washings, new patients would find it annoying and uncomfortable to use that cloth or bed cover, this is a practical issue in resource-poor countries where the same cloth is used after disinfection.
So why, did the doctor decide on blue and not, say, purple or yellow? Well, green and blue are the opposite of red on the color spectrum, and during an operation a surgeon is nearly always focusing on red blood, so the blue and green help improve the surgeon’s vision and makes them more sensitive to different shades of red.
Finally, THANK YOU for taking the time to read my writing. Bye for now!
Written By: AQIB NEAZ ZOHA
JINZHOU MEDICAL UNIVERSITY (CHINA)
References:
National Center for Biotechnology Information (NCBI)
Dress A Med
Wikipedia
Web link: livescience.com
quora.com
medium.com
ast.org
lifeinsaudiarabia.net
YouTube: NMF News
Topwhat