কয়েকজন শিশু একটি মৃত বিড়ালকে ঝুলিয়ে কবুতর হত্যার শাস্তি দিচ্ছে এমন একটি ছবি কিছুদি আগেই ভাইরাল হয়েছিল এখন তার সাথে যুক্ত হয়েছে পোস্ট।
সব মিলিয়ে ভিষনই আতংক জাগানিয়া, হৃদয় বিদারক আর অস্বস্তিকর!
এমন ছবি পোস্ট করে আমরা বলতে চাই যে শিশুরা নৃশংস হয়ে উঠেছে। ছবির শিশুগুলোর বিড়াল তাড়া করে ধরে একে মারার ক্ষমতা আছে?
ভেবে দেখেছেন একবার?
হয়তো আরো বড় কেউ এই কাজের সাথে জড়িত, ওরা মজা দেখছিল।
ছবিটা তুলে অত কথা বাংলায় টাইপ করে পোস্ট করার সামর্থ্য আছে ছবির শিশুগুলোর? ওদের বয়সে এতোটা পারার কথা নয়।
কবুতরপ্রেমী/ পাখিপ্রেমী এক গ্রুপ থেকে ছবিটা প্রথম পোস্ট করা হয়েছিল।
ছবির শিশুগুলোর এই গ্রুপ মেইন্টেইনের ক্ষমতা আছে?
ভেবে দেখেছেন সেটা?
এতো কিছু ভাবেন নি, শুধু মনের কষ্ট বয়ান করার জন্য বা সচেতনতা বৃদ্ধির জন্য পোস্ট করেছেন।
তবে শিশুগুলোর মুখ কেন hazy করে দিয়ে পোস্ট করছেন না?
আমাদের কি আরো একটুখানি সচেতন হওয়া উচিৎ না? ওরা তো আমাদেরই ভবিষ্যৎ!
শুধু এটিই নয়, যেকোন কিছু পোস্ট করবার আগে একটু যাচাইবাছাই করে নিলে খুউব বেশি সময় কি নষ্ট হয় আমাদের?
ফেইসবুকে ভালো কথা ছড়িয়ে প্লাটফর্মটি ভালোভাবে ব্যবহার করতে চাওয়ার উদ্দেশ্যটি নি:সন্দেহে খুবই মহৎ কিন্তু এই ছবিটি যদি এই শিশুদের ভবিষ্যতে Bullied হবার কারণ হয়, তবে লজ্জা কি আমাদের নয়?
ডা সংগীতা হালদার রায়