রোজার মাস এবং
আমাদের দেশের কতিপয় পুরুষ
________________________________________
“রোজা রেখেছ ? সবগুলো রোজা ?”—- এই প্রশ্নগুলো কোন এক অদ্ভুত কারণে আমাদের দেশের ‘কিছু কিছু’ পুরুষ নামের ধ্বজাধারী লোকেদের রোজার মাস এলেই মেয়েদের উদ্দেশ্যে করতে দেখা যায়। তাদের ভাবটা এমন যেন রোজার মাসে সিয়াম সাধনার পাশাপাশি এই প্রশ্নটা করাও তাদের ধার্মিক এবং পৈতৃক সূত্রে পাওয়া দায়িত্ব।
অথচ প্রকৃতি প্রদত্ত ভাবেই কোন পূর্ণ বয়স্ক শারীরিকভাবে সুস্হ নারীর পক্ষে সম্ভব না ত্রিশটি রোজা একসাথে একটানা করা যদি না সে কোন কারনে irregular menstrual cycle এ আক্রান্ত না হয় অথবা সে menopausal women, প্রেগন্যান্ট ওম্যান হয়ে না থাকে অথবা OCP মেডিসিন ব্যবহার না করে।
আর বাংলাদেশে কি শুধু মুসলমান মেয়েই আছে? হিন্দু খ্রিষ্টান বৌদ্ধ মেয়েরা নাই ?
তাই এই জাতীয় অযাচিত ,অপ্রয়োজনীয় এবং অপমানজনক প্রশ্ন করা কতটুকু রুচিকর ? কতখানি সুস্থতার পরিচয় ?
যারা এসব প্রশ্ন করেন তাদেরকে নিয়ে আমরা নারীরাও কিন্তু কিছু ভাবনা চিন্তা করি। কি ভাবি জানেন ?
জানুন। বাঁচতে হলে জানতে হবে 🤔
দুঃখজনক হলেও সত্য যে এই প্রশ্নের মাধ্যমে এসব পুরুষেরা এক ধরনের বিকৃত যৌন সুখ লাভ করে। ইয়াক….. ভাবলেই তো ঘেন্না পাচ্ছে। কি অসুস্থ চিন্তা ভাবনা। এত অল্পতেই যাদের sexual gratification হয় তাদের জন্য অবশ্য কলিকাতা হারবাল ই পারফেক্ট😉।
এজন্যই তো দেশে এত হারবাল চিকিৎসালয়, রাস্তাঘাটে ক্যানভাসারদের ভীড় দেখা যায় 2018 তে এসেও।
আফসোস এইসব পুরুষদের limbic system( সার্চ গুগল) এর উপরে 😋। এদের শারীরিক সুস্হতা রীতিমতো প্রশ্নবিদ্ধ। কি করবে জাতি এদের মতো ‘প্রশ্ন করেই সেক্সুয়ালি একটিভ পুরুষ’ দিয়ে ?
আহারে ! আহা !
.
# মিম্ মি
Photo by Emma Van Sant on Unsplash