জয় বেসরকারী বিশ্ববিদ্যালয়ের জয়
তোমরা যারা বল আমরা বেসরকারী বিশ্ববিদ্যালয়ে/ মেডিকেল কলেজে পড়ুয়ারা হচ্ছি ফার্মের মুরগী তাদেরকে বলতে চাই—–“জ্বী না । কখখো না । হুমম।”
বেসরকারী বিশ্ববিদ্যালয়
ইতিমধ্যে ভ্যাট বাতিল আন্দোলন থেকে শুরু করে কোটা সংস্কার আন্দোলন পর্যন্ত এবং সবশেষে তুরাগ বাসে ছাত্রী হেনস্থার প্রতিবাদে উত্তরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যে ভূমিকা তা রীতিমতো প্রসংশনীয় এবং অনুকরণীয়।
একটা বিষয় নোটিস করলাম , আজকাল কোনো আন্দোলন বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ছাড়া একেবারেই সম্ভব হচ্ছে না। আর তারা কিন্তু বেশ অভিনবত্ব দেখাচ্ছে এসব আন্দোলনে। তাদের স্লোগানগুলোও সেই রকম ফাটাফাটি হচ্ছে। রীতিমতো রক্তে যেয়ে ধাক্কা দিচ্ছে যেন ।
সারা ঢাকা শহর থেমে যায় এরা মাঠে নামলে।কিন্তু কোনো গাড়ি ভাঙচুর হয় না, ককটেল ফুটে না, ধাওয়া পাল্টা ধাওয়া নাই । প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা রাস্তায় নামার পরেই কিন্তু আন্দোলন বেগবান হয়েছে প্রতিটা ক্ষেত্রে । কারণ তারা রাস্তায় নামার সাথে সাথে পুরো ঢাকা শহর অচল হয়ে গেছে। পুরো ডাঈআ শহরে এমন কোন গলি নেই যেখানে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নেই। তাই তাদের পক্ষে খুব সহজেই ঢাকার রাজপথ অবরোধ করা সহজ।আর তারা তা করছে খুবই শান্তিপূর্ণ ভাবে । যা এদেশের জন্য দৃষ্টান্তস্বরূপ।
আমি নিশ্চিত সেই দিন খুব বেশি দূরে নয় যেদিন এই দেশের সমস্ত আন্দোলনগুলোর নেতৃত্ব দিবে বেসরকারী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে মেয়েরা।
হয়তো তাদের হাত ধরেই বাংলাদেশের রাজনীতিতেও খুব দ্রুতই আসবে বড় ধরনের পরিবর্তন।
এত প্রাইভেট প্রাইভেট কেন করছি আমি ?
কারন—– আমি নিজে প্রাইভেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছি। পোস্ট গ্রাজুয়েশনও(MPH) করেছি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে। চাকরিও করছি প্রাইভেট প্রতিষ্ঠানে।
সুতরাং প্রাইভেট নিয়ে চিল্লাইব এইটাই তো
স্বাভাবিক 😊 ।
আমার নিজের রক্তের আত্মীয়রা পর্যন্ত এক সময়ে বলেছিল প্রাইভেট মেডিকেল থেকে পাশ করলে সেটাকে কি এমবিবিএস বলে ? সেই আত্মীয়র সন্তানেরা সরকারি থেকে পাশ করে এখন সন্তান লালন পালন করছে ঘরে বসে আর ওজন বাড়িয়ে অতি দ্রুতই অসুখের বস্তা হয়ে যাচ্ছে। লেখাপড়া শেষ করে চাকরি করার গাটস তারা দেখাতে পারে নাই। আমি দিব্যি প্রাইভেট থেকে পাশ দিয়ে ড্যাং ড্যাং করে চাকরি, সন্তান লালন পালন, ভাব ভালোবাসাসহ লেখালেখি সবই করে যাচ্ছি সমান তালে।
তাই প্রাইভেট দেখে কেউ কর না হেলা
আড়ালে তার বারুদ জ্বলে 😋
“জয় বেসরকারী বিশ্ববিদ্যালয়ের জয়”
.
.
#মিম্ মি