বেঁচে থাকতে গল্প হয়না, মরে গেলে হয়।
পিছিয়ে পড়া শিক্ষার্থীরা মেডিকেলের বালাই, বেঁচে থাকতে গল্প হয়না মরে গেলে হয়।
জানেন আমি খুব লজ্জিত…সত্যি কী আমি লজ্জিত? মনে হয় না আমার লজ্জা থাকা উচিত…
একটা মানুষ যখন আত্মহত্যা করে:আহরে
মানুষটা তার জীবনটারে এমনি শেষ করে দিলো, জীবনের প্রতি কী তার এতটুকুন মায়া হয়নি ??? সমস্যা থাকলে সমাধান হবে, তাই বলে এমন মৃত্যু কী সমাধান??? ব্লা,ব্লা…এমন দরদিয়া, মায়াকান্না করার মতন কতক আমি’র এখন অভাব পড়বেনা।
আচ্ছা যে মানুষটা চিরদিনের জন্য চলে গেলো,তার কী পরিবার ছিলো না??? ভালোবাসার মতন কোনো মানুষ ছিলো না??? আচ্ছা তার কী আদৌ আমার- আপনার মতন একটা সুন্দর আগামীর বুনোস্বপ্ন ছিলো…???
জানেন এই মানুষটি জীবনে অসংখ্য বার মরেছে,কিন্ত আমরা দেখিনি। আমরা ছুঁয়ে দেখিনি তার বিষাদভরা আকাশে কালবৈশাখীর ঘনঘটা। আমরা বুঝিনি তার চেপে যাওয়া বোবাকান্নার নিত্য আহাজারি। সহপাঠী বন্ধুরা যখন পোস্টগ্রাজুয়েট হবার আনন্দে ভাসে, বেচারা তখনও শুধু ডাক্তার তকমার অপেক্ষায়। লোকটি ততদিনে বুঝে গেছে প্রেমহীনতার গল্প ছেয়ে গেছে,দেয়ালে-দেয়ালে, পাতায়-পাতায়।
বোধহীন এই সমাজে বোধ জাগলো,ভালবাসায় গদগদ হয়ে সমব্যথী হলো আজ যার জন্য,সেই মানুষটাই নেই। অথচ এক চিলতে সুখ,ভালোবাসা পাবার আশায় হন্যে হয়ে ঘুরেছে দুয়ারে দুয়ারে…
আফসোস,
অবশেষে আমাদের চোঁখ টলমল আহা,,,করুণ এ অশ্রু…
”সোনার তরী”র কথা খুব মনে পড়ছে। প্রয়োজন ফুরালে, সেই প্রয়োজনের স্রষ্টাকে ও চিরতরে গুম করে ফেলে।কতটা নির্দয় তবুও পরম সত্য।
বিশ্বাস করুন তার এই এ মৃত্যুর জন্য হ্যাঁ,হ্যাঁ সত্যি বলছি দায়ী আপনি,আপনি শিক্ষক, আপনি সহপাঠী, আপনি পরিবার,আপনি স্বজন,আপনি সিনিয়র,আপনি জুনিয়র।দুঃসময়টাতে আপনার একটু ভালোবাসা,একটু সহানুভূতি কিংবা পাশে থাকার আশ্বাস,হতে পারতো তার বেঁচে থাকা…
তবুও লজ্জা ভুলে আশায় থাকি সেদিনের,যেদিন হাবিবা,তানহা,মেহেদী রা মেডিকেলীয় সিস্টেমের মারপ্যাঁচে পরে আর বিলীন হবেনা…
বাস্তবতা নাই বললাম,প্রতিবছর এরকম দু-চারজন মারা গেলে কিংবা বছরের পর বছর মৃত হয়ে বাঁচা ক’টা প্রাণীর জীবন ধ্বসে গেলে কার কী আসে যায়???
মানুষ হয়ে আরেকটা মানুষের ভাগ্য নিয়ে খেলার আগে একটাবারও কী ভেবেছেন।
এই ছেলেটাকে আপনার মতন সেরা ডাক্তার করার আশায় সারাটিজনম দিয়েছে কত শ্রম-ঘাম।দিয়েছে কত সুখ-স্বাচ্ছন্দ্যের কোরবান।
একটাবারও কী ভেবে দেখেছেন আজকের এই শোকটা কত ভয়াবহতম হতে পারে বয়সের ভারে কাতর বুড়ো বাবার জন্য,জনমদুখিনী মা এর জন্য,তার দিকে চেয়ে থাকা পরিজন,সেই সমাজ কিংবা হিতাকাঙ্খী কতকচোঁখ জোড়ায় আজ বিষের ভাটা।
এ ক্ষতিপূরণ আপনারা কী দিয়ে করবেন???
কী দিয়ে দিবেন তার মাশুল???যে গেছে তার গেছে, গেছে পরিবারের… তাতে কার কী আসে যায়, কার উপরইবা কী বর্তায়। না সিস্টেমের,না শ্রদ্ধেয় বিদ্বান গুরুদের…!!!
মোঃ মাসুদ রানা
ময়নামতি মেডিক্যাল কলেজ, কুমিল্লা