ফেল মানে পরাজয় নয় বরং অভিজ্ঞতা। ডা. মৃণাল সাহা

ফেল মানে পরাজয় নয় বরং অভিজ্ঞতা

ফেল মানে পরাজয় নয় বরং অভিজ্ঞতা

পোস্ট গ্র‍্যাজুয়েশানের আবার পরীক্ষা কিসের? এ কথা শোনার পর প্রথম মনে হয়েছিলো, পরীক্ষা থাকবে না এটা কেমন পাগলামী। আসলে শব্দটাকে পরীক্ষা না বলে যদি নিজেকে যাচাই করা বোঝায় তাহলে কিন্তু সেটা দারুন অর্থবহ হয়। এই যাচাইকে ইংরেজীতে সেল্ফ এসেসমেন্ট হিসেবে অভিহিত করা যায়। বর্তমান সময়ে পরীক্ষায় উত্রে গিয়ে আমরা মেধাবী হবার পাশাপাশি ক্রমশই যোদ্ধা হয়ে যাচ্ছি। এই প্রতিযোগীতার বাজারে আমাদের সব কিছুই হয়ে উঠছে পরীক্ষা কেন্দ্রিক। হাসপাতালে পেশেন্ট দেখতে গেলে মনে হয়, ওরে এটা পরীক্ষার কেইস না, পরীক্ষায় এটা আসবে না। অথচ কোন রোগী কি রোগ নিয়ে আসলো, কি পেলাম, এই রোগীর মধ্যে এবনরমাল কি আছে সেটা নিয়ে ডুবে থাকা আর আউটকাম দেখার নেশায় বুঁদ হওয়াটাই ছিলো ট্রেনিং এর মূল উদ্দেশ্য । আমি যখন নরমালটা ১০০% পারবো তখনি আমার কাছে এবনরমালটা স্পষ্ট হবে৷ শেখার কোন বয়স নেই, শেখার জন্য যেটা দরকার সেটা হলো পরিবেশ। প্রতিনিয়ত আমাদের মনের মধ্যে চলে পরীক্ষা পাশের চিন্তা, যা অনেকটা ভাইরাস সংক্রমন এর মতো। এতে ক্রিয়েটিভিটি নষ্ট হয় বলেই আমার বিশ্বাস। পাশ না করার গ্লানি যে কতটা হতাশাজনক সেটা একমাত্র ভুক্তভোগীই জানেন।

কাজের পরিবেশ হবে প্রানবন্ত, প্রতিযোগীতা মানে যুদ্ধ নয়, প্রতিযোগীতা মানে হলো নিজেকে ছাড়িয়ে যাবার প্রানন্তকর চেষ্টা৷ অতীতের পরীক্ষা নামক ভীতিটা এত প্রকট ছিলো না, কাজের পরিবেশ ছিলো সাবলীল ও সুস্থ্য। প্রতিযোগীতা মূলক পরীক্ষা অবশ্যই থাকবে কিন্তু সেটার সংখ্যা যত কম হবে ততই মংগল। পরীক্ষায় কৃতকার্য্য না হলেই যে সারা জীবনের পরিশ্রম বৃথা হবে এমন ধারনা থেকে বেরিয়ে আসার আসল সময় এখনই! একবার পরীক্ষা পাশ করলে ফেললেই কি সব শেষ? অথবা এক দুইটা ফেল করলেই কি কেউ ব্যর্থ?বিজয়ীদের নিয়ে পড়তে গিয়ে দেখলাম, সফলতার চেষ্টা করতে গিয়ে তারা কারো সাথে প্রতিযোগীতায় নামেননি বরং তাদের টার্গেট ছিলো প্রতিনিয়ত নিজেকেই ছাড়িয়ে যাবার চেষ্টা৷ উসাইন বোল্ড যখন ১০০ মিটার দৌড়ে ১ মিনিট সময় নেন তখন তার চেষ্টা থাকে কিভাবে এটাকে ৫০ সেকেন্ডে নামানো যাবে, তখন তার মাথায় থাকে না জনসন এর রেকর্ড ৫২ সেকেন্ড ছিলো কিম্বা উনি ৫৫ সেকেন্ড টাইমিং করলে কি উনার আগের সব কীর্তি মিথ্যা হয়ে যাবে?

#ফেল_মানে_পরাজয়_নয়_বরং_অভিজ্ঞতা

ডা. মৃণাল সাহা

ডা. মৃণাল সাহা

Photo by Chris Liverani on Unsplash 

Related posts

Leave a Comment