দাম্ভিক পুরুষ না – স্বনির্ভর মানবিক পুত্র সন্তানের বাবা মা হউন

পুরুষ

 

দাম্ভিক পুরুষ না – স্বনির্ভর মানবিক পুত্র সন্তানের বাবা মা হউন

 

আমার বর তার পিতামাতার একমাত্র পুত্র। বিয়ের পর থেকে বহুবার তার সাথে আমার উষ্ণ বাক্য বিনিময় হয়েছে এক কাল্পনিক বিষয় নিয়ে।
আমি তাকে কটাক্ষ করে বলতাম,আমার সন্তান ছেলে হলে আমি তাকে হাত ধরে কিচেনে নিয়ে যাবো। এক এক করে সব রান্না শেখাবো।বাবার মতো রান্না না জানা অযোগ্য মানুষ যাতে না হয়।
ব্যাস !এই খোঁচা টুকু খেলেই বেচারা তেলে বেগুনে জ্বলতে থাকতো!
আমি অযোগ্য? পুরুষ মানুষ আমি।রান্না জানতে হবে কোন দুঃখে?রান্না জানা পুরুষ মানুষের যোগ্যতার মাপকাঠি এই জীবনে এই কথা আমি আজ ই প্রথম শুনলাম।

এই আলাপন সাময়িক বিরতি পেলেও টু বি কনটিনিউড ছিল।

এক পর্যায়ে আমার প্রতিপক্ষ প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়ে হার মেনে নিলেন।
বিপর্যয় টা ঘটল আমার গৃহকর্তা যখন নৌ কর্মকর্তার শান্তি রক্ষা বাহিনীর মিশনে গেলো।

টেন্ট এ থাকা আর অফিসারদের নিজেদের কেই রুটিন করে রান্না করা ছিল প্রধান চ্যালেঞ্জ।যেই মানুষ একটা পিয়াজ পর্যন্ত কাটতে জানত না তাকেই দিনভর দুর্গম এলাকাতে কাজ করে ক্লান্ত হয়ে টেন্টে ফিরে শুরু করতে হতো রান্নার যজ্ঞ।ডাল,ভাত,খিচুরী,সব্জি,নুডুলস,ফিরনী,সেমাই – সব ই রান্না করতে হয়েছে।হাত কেটে,পুড়িয়ে,চোখের পানি নাকের পানিতে একাকার হয়ে তাকে রাঁধতে হয়েছে পুরো এক বছর।

আমার মতে কাজের কোন নারী পুরুষ নাই।প্রকৃতির নিয়মানুযায়ী সন্তান ধারনের মত কিছু নির্দিষ্ট দায়িত্ব নারী পালন করেন।বাকী সব দায়িত্ব সমাজের নারী পুরুষ সকলের সমান।

একজন নারীর যেমন উন্নত জীবন পেতে সাবলম্বী হতে হবে।অর্থনৈতিক ভাবে স্বাধীন হতে হবে।
ঠিক তেমন ভাবে একটি পুত্র সন্তান তথা আগামী দিনের একজন পুরুষকে সফল,স্বনির্ভর এবং উন্নত জীবন পেতে হলে, তাকে অবশ্যই সব বিষয়ে পারদর্শী হতে হবে।

রান্না বান্না তথা কিচেন ওয়ার্কের জন্য কোন আলট্রামর্ডান হাইলি কোয়ালিফাইড পুরুষকে নারীর উপর নির্ভরশীল হতে হলেও দিনশেষে সে কিন্তু একজন পরনির্ভর মানুষ।

পৌরুষত্ব মানবতার পরিপূরক না।

আপনি পিতা আপনি মাতা।
যদি এমন ভুল ভাবনার অধিকারী হয়ে থাকেন যে আপনার পুত্র গৃহকর্মে হাত লাগালে তাদের সম্মানহানি ঘটবে।আপনাদের ভুল ভাঙাবার এই শেষ সুযোগ।

অদূর ভবিষ্যতে গৃহকর্মী নির্ভর জীবন বাংলাদেশেও আর যাপন সম্ভব হবে না।বেঁচে থাকতে হলে,সম্মানিত জীবন পেতে হলে সকলকে স্বনির্ভর হতে হবে।
সাংসারিক সুখ,সমৃদ্ধি এবং সফলতা অর্জনেও নারীর পাশাপাশি পুরুষ সঙ্গীকে সংসারিক কাজ এবং সন্তান পালনে গুরুত্ব পূর্ন ভূমিকা নিতেই হবে।

আর একজন নারী বা পুরুষ শিক্ষা,অর্থনৈতিক সক্ষমতা অর্জনের পাশাপাশি যখন গৃহকর্মে পটু হবে তখন ই সে হবে সত্যিকারের স্বনির্ভর।
তাই আপনার আদরের পুত্র সন্তানটি যেন না থাকে অর্ধমানব।

মনে রাখবেন, একজন দাম্ভিক পুরুষের বাবা মা হওয়ার থেকে একজন সফল সক্ষম স্বনির্ভর মানবিক পুত্র সন্তানের বাবা মা হওয়া অনেক বেশী সম্মানের।

 

পুরুষ

ডা. শিরীন সাবিহা তন্বী

Photo by Soroush Karimi on Unsplash

Related posts

Leave a Comment