অনলাইনে স্বাস্থ্যসেবা নেবার আগে যেনে নিন কিছু তথ্য
সমসাময়িক প্রেক্ষাপটে বিশ্বের অধিকাংশ মানুষই আজ প্রযুক্তি নির্ভর। ইন্টারনেটের কল্যানে পৃথিবীটা আজ যেনো আমাদের হাভের মুঠোয়। পড়ালেখা, ব্যবসা-বাণিজ্য, যোগাযোগসহ সকল ক্ষেত্রেই ইন্টারনেট ব্যবহার। এমনকি এখন সবাই বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যার জন্য ইন্টারনেট এ খোঁজ করে। যার প্রমাণ মানসিক রোগের চিকিৎসক হিসাবে আমরা প্রতিনিয়তই পাচ্ছি।
রোগীরা এখন প্রায়শই ইন্টারনেটে রোগ নির্ণয় করে আমাদের কাছে আসেন এবং বলেন আমি ডিপ্রেশনে আছি, আমার ম্যানিয়া আছে, আমার ওসিডি হয়েছে ইত্যাদি। কিন্তু রোগীর বর্ণিত উপসর্গ, রোগের ইতিহাস এবং তার অবস্থা পরীক্ষার পর দেখা যায় বেশির ভাগেরই ইন্টারনেটের মাধ্যমে নির্ণয় করা রোগের সাথে সত্যিকারের রোগের মিল নাই। আবার আগে থেকে ইন্টারনেটের মাধ্যমে নিজের রোগ নির্ণয় না করলেও চিকিৎসক রোগের নাম বললে বা চিকিৎসা দিলে অনেকে তা ইন্টারনেট এ খোঁজ করেন, সে অনুযায়ী মেলাতে যান এবং ওষুধের বিভিন্ন পার্শ্ব্রতিক্রিয়া বিশ্লেষন করে নিজের ইচ্ছা মতো করে চিকিৎসা চালিয়ে যান। অনেক সময় একজন চিকিৎসককে চিকিৎসা পদ্ধতি ও ওষুধ নিয়ে প্রশ্নের সম্মূখীনও হতে হয়। এক রোগের ওষুধ অন্য রোগে দেয়া হয়েছে বলে অনেকে চিকিৎসাও বর্জন করেন। এখন প্রায় সব বয়সের রোগীদের মধ্যেই এধরণের প্রবণতা দেখা যায়।
ইন্টারনেটের মাধ্যমে রোগ ও তার চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে জানা মোটেই নিরুৎসাহিত করার বিষয় না। উন্নত দেশগুলোতে ইন্টারনেটের মাধ্যমে এখন অনেক রোগের চিকিৎসা দেওয়া হয়। অনেক রোগ সম্পর্কে পর্যাপ্ত তথ্য ইন্টারনেট খোঁজে পাওয়া যায়। ইন্টারনেট স্বাস্থ্যে সুরক্ষায় ও সচেতনতা বূদ্ধিতে বিশেষ ভূমিকা রাখতে পারে নির্দ্বিধায়। কিন্তু তাই বলে ইন্টারনেট কখনোই একজন চিকিৎসকের অনুরুপ হতে পারে না। যারা ইন্টারনেট থেকে নিজের কিংবা পরিজনের চিকিৎসা বিষয়ে কিছু জানতে চান তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে –
- রোগ সম্বন্ধীয় সকল তথ্য ইন্টারনেটে সবসময় সঠিকভাবে থাকে না,
- ইন্টারনেটের তথ্য আপনার রোগীর অবস্থা ও পারিপার্শ্বিকতার সাথে মিলে কিনা?
- ইন্টারনেটে যেসব তথ্য আছে তার অর্থ আপনি বুঝতে পারছেন কিনা?
- মানসিক বা শারীরিক স্বাস্থ্য সম্বন্ধীয় অপরিচিত শব্দের অর্থ আপনি সঠিকভাবে অনুধাবন করতে পারছেন কিনা?
- আপনার অনুধাবন করাটা কতটুকু বাস্তব সম্মত?
- ইন্টারনেটে উল্লেখিত ওষুধ ও বিভিন্ন চিকিৎসা পদ্ধতির জন্য আপনি বা আপনার রোগী উপযোগী কিনা?
- ইন্টারনেটের তথ্য সত্যিকার অর্থেই আপনার কিংবা আপনার রোগীর জন্য প্রযোজ্য কিনা?
- ইন্টারনেটের তথ্য আপনার জন্য কতটুকু উপকারী বা আদৌ এর প্রয়োজন আছে কিনা?
- ইন্টারনেটের তথ্য আপনার ক্ষতির কারণ হচ্ছে কিনা? ইত্যাদি।
আসলে বিভিন্ন ওয়েব সাইটে কোনো রোগ ও ওষুধ সম্বন্ধে নানা ধরণের তথ্য দেয়া থাকে। কিন্তু বাস্তবে এক ধরণের রোগই দেখা যায় মানুষ, পরিবেশ ও সমাজভেদে বিভিন্নভাবে প্রকাশ পায়। আবার অনেক সময় এক ধরণের ওষুধই বিভিন্ন ধরণের রোগে বিভিন্ন পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে। কাজেই স্বাস্থ্যগত সমস্যা সমাধানে আমরা ইন্টারনেট থেকে শুধুমাত্র কিছু প্রাথমিক ধারণা পেতে পারি। একজন চিকিৎসকই রোগীর সার্বিক অবস্থা বিবেচনা করে রোগ নির্ণয় তথা উপযোগী চিকিৎসা পদ্ধতি, ওষুধ ও তার পরিমাণ নির্ধারণ করতে পারেন।
সহযোগী অধ্যাপক, মানসিক রোগ বিভাগ,
জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ, সিলেট।