মেয়েটি সম্পর্কে জড়াতে ভয় পায় এখন

সম্পর্কে

 

মেয়েটি সম্পর্কে জড়াতে ভয় পায় এখন ।

সম্পর্কে
মিম্ মি

একা থাকার মাঝে যে এক ধরনের অদ্ভুত স্বস্তিময় মাদকতা আছে , আট বছর ধরে একা থাকতে থাকতে একটু একটু করে এই কঠিন এবং বিশ্রী সত্যটা জেনে গেছে সে । নিঃশব্দ নির্জনতায় ভরা ঝঞ্ঝাটহীন জীবনে ডুবেছে মেয়েটি ।

কিন্তু সামাজিক জীব হিসেবে একা থাকাটা কখনোই কোনদিক থেকেই খুব একটা স্বাস্থ্যসম্মত না। প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হয় তাতে । নিজের প্রয়োজনে কখনোবা পরিবার বা সমাজের কারনে মানুষকে আবারো মানুষজনে পরিবেষ্টিত হতেই হয়।

 

এসব কেইসে ছেলেদের কি হয় জানি না। তবে মেয়েদের ক্ষেত্রে খুব সহজ হয় না অতীত ঝেঁটিয়ে বর্তমানে মনোযোগী হওয়া। ফ্লাসব্যাকের মতো কেন যেন স্মৃতিগুলো বারংবার ধাক্কা দিতেই থাকে । কি অদ্ভুত এই মানব জীবন !


যার জন্য জীবনের মানচিত্র বদলে নিতে হয় ,যার জন্য এক জীবনের সমস্ত হিসেব নিকেশ এলোমেলো হয়ে যায়, যে মানুষটা হৃদয়ের কোথাও অবস্থান করে না আর , তার অদৃশ্য ছায়া ঠিকই কালো কুচকুচে ছোবল তোলে ক্ষনে ক্ষনে । অথচ জীবনের কোথাও সে একেবারেই থাকুক তা মেয়েটি কিছুতেই চায় না ।

মেয়েদের জীবনটা কিন্তু খুব অদ্ভুত হয় , জানেন !
যাকে ভালো লাগে তাকে আঁকড়ে ধরে জোঁকের মতো।
তার মাঝেই জীবন খুঁজে ফেরে । ঐ মানুষটা ছাড়া পুরোটা পৃথিবী শূন্য লাগে। কি বোকা বোকা ভাবনা , তাই না ? খুব যুক্তিবাদী বাস্তববোধ সম্পন্ন মেয়েকেও দেখেছি বিশেষ মানুষের জন্য নিজের স্বপ্ন,জীবন বদলে ফেলতে। কিন্তু ঐ বিশেষ মানুষটাই যখন জীবন থেকে নাই হয়ে যায় তখন হুড়মুড় করে ভেঙে গুড়িয়ে যেতে দেখেছি শক্ত মানসিকতার মেয়েটিকেও । বলতে বাধা নেই আমি নিজেও এই হিসেবের বাইরে নই কিছুতেই । আমরা এমন কেন ?

মেয়েদের জীবনে ভালো লাগার মানুষটির প্রভাব পড়ে অনেক বেশি । এটা সত্য । পৃথিবীতে যত মেয়ে সাফল্যের শীর্ষে পৌঁছেছেন তাদের জীবনী পড়লে জানা যায় বাবা এবং ভালোবাসার মানুষটি মূলতঃ তাদের এত লম্বা এবং কঠিনতম জার্নির সঙ্গী হিসেবে সব সময় সাপোর্ট করে গেছেন । এর পাশাপাশি কারো কারো জীবনে আরো একজনকে অস্পষ্ট ভাবে খুঁজে পাওয়া যায় যে পুরুষটি তাকে জীবনের কোন এক সময়ে ‘একাকীত্ব’ উপহার দিয়েছিল । যার কারনে মেয়েটির ‘একজন আমি’ হয়ে ওঠা।

প্রত্যক্ষভাবে না মোটেও কিন্তু পরোক্ষভাবে এবং নিজের অজান্তেই প্রবল ভূমিকা পালন করে গেছেন ঐ পুরুষটি । আর এখানেই বিধাতা রহস্যময় হাসি হেসে নেন। প্রমাণ করে দেন তিনি আছেন , প্রবলভাবেই আছেন মানুষের দৃষ্টিসীমানার বাইরে মহা শক্তিকে ধারন করে।

যে মানুষটি এক সময় বেঁচে থাকার একমাত্র কারন হয়ে ওঠে , সময়ের পরিক্রমায় সেই হয়ে ওঠে ‘আর বেঁচে থেকে কি হবে ?’ প্রশ্নের উত্তর। আবার ঘুরে দাঁড়িয়ে জীবন কে চ্যালেঞ্জ ছুঁড়ে দেখিয়ে দেয়া ‘দেখ কত ভালো আছি জীবনে তোমাকে ছাড়া’ এর কারন।
জীবন আসলেই বৈচিত্র্যময়……..

.
.
#মিম্ মি

Related posts

One Thought to “মেয়েটি সম্পর্কে জড়াতে ভয় পায় এখন”

  1. […] নয় তবু মানুষ পরকীয়া প্রেমে জড়িয় যায়। পরকীয়া প্রেম একটি নিষিদ্ধ প্রেম আর নিষিদ্ধ […]

Leave a Comment